![]() |
এক নজরে সাত জন বীরশ্রেষ্ঠ |
বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।
গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালেমুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
![]() |
এক নজরে সাত জন বীরশ্রেষ্ঠ |
১/ মুন্সি আব্দুর রউফ। জন্মস্থানঃ জেলা: ফরিদপুর, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর। জন্মঃ মে, ১৯৪৩ । পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ১ নং। শহীদ হনঃ ০৮/০৪/১৯৭১ তারিখে।
২/ মোঃ মোস্তফা কামাল। জন্মস্থানঃ জেল: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী। জন্মঃ ১৬/১২/১৯৪৭। পদবিঃ সিপাহী , কর্মস্থলঃ সেনাবাহীনি । সেক্টরঃ ২ নং। শহীদ হনঃ ১৪/০৪/১৯৭১ তারিখে।
৩/ মতিউর রহমান। জন্মস্থানঃ জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর। জন্মঃ ২৯/১১/১৯৪২। পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট , কর্মস্থলঃ বিমানবাহিনী । শহীদ হনঃ ২০/০৮/১৯৭১ তারিখে।
৪/ নূর মোহাম্মদ শেখ। জন্মস্থানঃ জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা। জন্মঃ ২৬/০২/১৯৩৬ । পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ৮ নং। শহীদ হনঃ ০৫/০৯/১৯৭১ তারিখে।
৫/ হামিদুর রহমান। জন্মস্থানঃ জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর। জন্মঃ ০২/০২/১৯৩৪ । পদবিঃ সিপাহী, কর্মস্থলঃ সেনাবাহিনী । সেক্টরঃ ৪ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।
৬/ রুহুল আমীন। জন্মস্থানঃ জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া। জন্মঃ ১৯৩৪ । পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার , কর্মস্থলঃ নৌবাহিনী। সেক্টরঃ ১০ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।
৭/ মহিউদ্দিন জাহাঙ্গীর। জন্মস্থানঃ জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ। জন্মঃ ১৯৪৮ । পদবিঃ ক্যাপ্টেন , কর্মস্থলঃ সেনাবাহিনী। সেক্টরঃ ৭ নং। শহীদ হনঃ ১৪/১২/১৯৭১ তারিখে।
No comments:
Post a Comment