Dec 30, 2014

এক নজরে সাত জন বীরশ্রেষ্ঠ পরিচিতি

Seven Bir Sreshtho in Bangladesh
এক নজরে সাত জন বীরশ্রেষ্ঠ


বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে ।

গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তমবীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালেমুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

এক নজরে সাত জন বীরশ্রেষ্ঠ



১/ মুন্সি আব্দুর রউফ। জন্মস্থানঃ জেলা: ফরিদপুর, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর। জন্মঃ মে, ১৯৪৩ । পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ১ নং। শহীদ হনঃ ০৮/০৪/১৯৭১ তারিখে।

২/ মোঃ মোস্তফা কামাল। জন্মস্থানঃ জেল: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী। জন্মঃ ১৬/১২/১৯৪৭। পদবিঃ সিপাহী , কর্মস্থলঃ সেনাবাহীনি । সেক্টরঃ ২ নং। শহীদ হনঃ ১৪/০৪/১৯৭১ তারিখে।

৩/ মতিউর রহমান। জন্মস্থানঃ জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর। জন্মঃ ২৯/১১/১৯৪২। পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট , কর্মস্থলঃ বিমানবাহিনী । শহীদ হনঃ ২০/০৮/১৯৭১ তারিখে।

৪/ নূর মোহাম্মদ শেখ। জন্মস্থানঃ জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা। জন্মঃ ২৬/০২/১৯৩৬ । পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । সেক্টরঃ ৮ নং। শহীদ হনঃ ০৫/০৯/১৯৭১ তারিখে।

৫/ হামিদুর রহমান। জন্মস্থানঃ জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর। জন্মঃ ০২/০২/১৯৩৪ । পদবিঃ সিপাহী, কর্মস্থলঃ সেনাবাহিনী । সেক্টরঃ ৪ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৬/ রুহুল আমীন। জন্মস্থানঃ জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া। জন্মঃ ১৯৩৪ । পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার , কর্মস্থলঃ নৌবাহিনী। সেক্টরঃ ১০ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৭/ মহিউদ্দিন জাহাঙ্গীর। জন্মস্থানঃ জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ। জন্মঃ ১৯৪৮ । পদবিঃ ক্যাপ্টেন , কর্মস্থলঃ সেনাবাহিনী। সেক্টরঃ ৭ নং। শহীদ হনঃ ১৪/১২/১৯৭১ তারিখে।



No comments:

Post a Comment